
মুয়াল্লিম কোর্স
About Course
❝মুয়াল্লিম ট্রেনিং কোর্স❞! মূলত এটি “দ্বীনিয়াত কারিকুলাম” এর অধীনে একটি মক্তব ট্রেনিং কোর্স। দ্বীনিয়াত বাংলাদেশের লক্ষ্য হলো উম্মাহর শতভাগ মানুষই যেন দ্বীনদার হয়ে উঠে সেলক্ষ্যে মেহনত করা। একদিকে মুসলমানদের ইমান আক্বিদা নষ্ট করার জন্য বাতিলের দল সুক্ষ্মতার সাথে কাজ করে যাচ্ছে। কখনো প্রকাশ্যে, কখনো অপ্রকাশ্যে-গোপনে। এমন এমন জায়গা থেকে মুসলমানদের ইমান আক্বিদা ধ্বংস করছে যার ব্যাপারে আমরা প্রায় বেখবর। অপরদিকে বাতিল যে যে পথে মুসলমানদের ইমান হরণের জন্য কাজ করছে, দ্বীনিয়াত বাংলাদেশ সেসব পথে এসলাহের মেহনত করে যাচ্ছে, প্রচার করছে সঠিক ইলম। মা শা আল্লাহ, ফলাফল সরূপ এখন পর্যন্ত বিশ্বের ৪০টির বেশি দেশে ২০টিরও বেশি ভাষায় চলছে দ্বীনিয়াতের কার্যক্রম।
Topics of Course
Muallim
দ্বীনিয়াত কোর্সের বৈশিষ্ট্য
00:00