আরবি ভাষার প্রতি প্রতিটা মুসলমানের রয়েছে আলাদা রকম টান। কুরআনের এই ভাষার উপর মুসলমানের মহব্বত থেকেই তারা সবসময় ই আরবি ভাষা শিখবেন বলে একটা ঝোঁকে থাকেন। সুযোগ পেলে সেটা ছাড়াতেও চান না সহজে। কিন্তু আরবি ভাষা শিখে ফেলাটাই যথেষ্ট নয়। যেমন ইংরেজী৷ ইংরেজী ভাষায় দক্ষতা একরকম বিষয়ে আর ইংরেজীতে কথা বলাটা অন্য রকম বিষয়। আরবি ভাষার ক্ষেত্রেও তাই। আরবি ভাষা শিখে নানান কিতাব পড়লে একটু আধটু বোঝা গেলেও বাঁধ সাধে কথা বলার সময়। অথচ শুধু ভাষা শিক্ষার সাথে স্পিকিং এ দক্ষতা থাকাও কিছু ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ। কিতাব পড়ার পাশাপাশি কমিউনিকেশনেও আরবি স্পিকিং এর গুরুত্ব অনেক বেশি। কারণ এটাও ইলম অর্জনের একটি অন্যরকম ধাপ।
কিভাবে ভর্তি হবেন