অশুদ্ধ তিলাওয়াত শুধু গুনাহের কারণ নয়, আমাদের করতে পারে ইসলাম থেকে বাতিল। অথচ প্রাতিষ্ঠানিকভাবে তিলাওয়াত শিখেছেন এমন মানুষের সংখ্যা হাতে গুনার মত। তাই একদম আলিফ উচ্চারণ থেকে শুরু তাজবীদের বেসিক নিয়ে রমাদানের স্পেশাল ২০ দিনের কোর্স। এতে রয়েছে আলাদা মাশক ক্লাসের ব্যবস্থা। এই কোর্সটি শুধুমাত্র রমাদান মাসে চালু থাকে। তাই, আপাতত এই কোর্সে ভর্তি নেওয়া হচ্ছে না।