কুরআন তিলাওয়াত প্রতিযোগিতা-২০২৪ ইং –১৪৪৫হি.
- তারিখ: ৩০ মার্চ থেকে ১৯ রমাদান (দেশব্যাপী)
- সময়: সকাল ৯ টা থেকে
- ফরম পূরণ করতে ক্লিক করুন : http://tiny.cc/iqc
প্রতিযোগিতার বিষয়:
★তিলাওয়াত (দেখে দেখে): ৩০ নাম্বার পারা (আমপারা)।
★হিফজ (মুখস্থ): সূরা ফাতিহা ও সূরা আসর থেকে নাস। মোট ১৩টি সূরা।
★ক্বিরাত: উক্ত ১৩ সূরা ব্যতিত নিজ থেকে মুখস্থ পড়বে। (কমপক্ষে ৩ লাইন)
প্রতিযোগিতার নিয়মাবলী:
★ যে কোন বয়সী যে কেউ প্রতিযোগিতায় অংশ গ্রহণ করতে পারবে।
★ মাদরাসা পড়ুয়া কেউ প্রতিযোগিতায় অংশ গ্রহণ করতে পারবে না।
★ অনলাইনে ফরম পূরণের শেষ তারিখ 14 রমাদান।
★ অনলাইনে ফরম পূরণকারীগণ প্রতিযোগিতার দিন প্রতিযোগিতার স্থান থেকে সিরিয়াল নম্বর সংগ্রহ করবে।
★ মেয়ে প্রতিযোগী মাহরাম সহ পরিপূর্ণ পর্দার সাথে আসতে হবে। তাদের জন্য মহিলা বিচারক থাকবেন।
★ বিচারকদের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে।
★ বি.দ্র. আপনার নিকটস্থ কেন্দ্রে মহিলা প্রতিযোগী অংশগ্রহনের সুযোগ আছে কিনা জেনে নিবেন।
পুরস্কার:
১ম পুরস্কার : ক্রিস্টাল ক্রেস্ট, নগদ অর্থ ও উপহার।
২য় পুরস্কার : গোল্ডেন (কালার) ক্রেস্ট, নগদ অর্থ ও উপহার।
৩য় পুরস্কার : সিলভার (কালার) ক্রেস্ট, নগদ অর্থ ও উপহার।
৪র্থ থেকে ১০ম পুরস্কার: আকর্ষণীয় ক্রেস্ট ও উপহার।
১১ থেকে ১৫ তম পুরস্কার: মূল্যবান উপহার।
সকল প্রতিযোগীর জন্য থাকছে শুভেচ্ছা পুরস্কার।