IOM একটি সম্পূর্ন অলাভজনক প্রতিষ্ঠান। কিন্তু একটা প্রতিষ্ঠান চালাতে অনেক খরচ হয়। যেমন: প্রায় ৯২ জন ওস্তাদের হাদিয়া, স্টাফদের বেতন, অফিস ভাড়া, সার্ভার ভাড়া, ভার্চুয়াল ক্যাম্পাস ভাড়া, ইন্টারনেট বিল, স্ট্রিমিং সার্ভার ভাড়া, লাইভ ক্লাশ ভাড়া, বিজ্ঞাপন ইত্যাদি।
কিন্তু আপনি যদি আর্থিকভাবে অসচ্ছল হওয়াই উক্ত ফি প্রদাণে সক্ষম না হন সেক্ষেত্রে পুওরফান্ডের জন্য আবেদন করলে ইনশাআল্লাহ আপনার বিষয়টি বিবেচনা করা হবে।
উল্লেখ্য যে, কোনো শিক্ষার্থী যেই সেমিস্টার এ পুওরফান্ডের আবেদন করবে এবং সেই আবেদন গৃহীত হবার পর উক্ত সেমিস্টার এ তাকে অবশ্যই সেমিস্টার এর সকল ক্লাসের উপস্থিতিতে ৯০% এবং টোটাল সেমিস্টার এর মার্কের উপর ৫০% এর উপরে মার্ক থাকতে হবে। অন্যথায় পরের সেমিস্টার থেকে তার পুওরফান্ডের সুবিধা বাতিল বিবেচিত হবে। সেক্ষেত্রে সম্পূর্ণ ফি প্রদান করতে হবে।
Note: পুওর ফান্ড শুধুমাত্র আলিম কোর্স ও স্কুল মক্তব কোর্সের জন্য প্রযোজ্য। সিঙ্গেল কোর্সের জন্য পুওর ফান্ড প্রযোজ্য নয়।