হেল্পলাইন 09638-113322 (10AM-5PM)

Email info@iom.edu.bd

হেল্পলাইন
09638-113322

Logo

মুফতী ইমদাদুল হক দাওরায়ে হাদীস ও তাখাচ্ছুস ফিল ফিকহ (ফিকহ অনার্চ) সম্পন্ন করেন জামেয়া কাসিমূল উলূম দরগাহে হযরত শাহজালাল রাহ সিলেট থেকে।
তিনি ইতিপূর্বে মুহাদ্দিস হিসেবে কর্মরত ছিলেন ঢাকা উত্তর রানাপিং আরাবিয়্যাহ মাদরাসা,গোলাপগঞ্জ।
এবং জামেয়া হুসাইনিয়া মতিনিয়া হেতিমগঞ্জ মাদরাসা।
বর্তমানে তিনি মুহাদ্দিস ও মুফতী হিসেবে আছেন জ্বালালপুর ক্বাসিমূল উলূম মাদরাসা,জগন্নাথপুর, সুনামগঞ্জ।
এবং ইমাম ও খতিব হিসেবে আছেন পল্লীগঞ্জ বাজার কেন্দ্রিয় জামে মনজিদ,জগন্নাথপুর, সুনামগঞ্জ।
এছাড়া তিনি ইসলামিক রিচার্স কাউন্সিল বাংলাদেশ এর পরিচালক।
এছাড়া জনপ্রিয় ও গ্রহণযোগ্য ফেকহী ফেইসবুক গ্রুপ দৈনন্দিন জিজ্ঞাসাঃশরয়ী সমাধান, এর মুফতী ও এডমিন প্যানেলের সদস্য।